বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তাঁদের কর্মসূচিতে হামলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অস্ত্রধারী ব্যক্তিকে এনে রাখা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এ–ও শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অস্ত্রধারীকে এনে রাখা হয়েছে বিএনপির কর্মসূচিতে আক্রমণ করার জন্য। নানা সূত্র থেকে জানতে পারছি। তার কিছু প্রমাণও পাওয়া যাচ্ছে।’ রিজভী অভিযোগ করেন যে ২০ গাড়ি সশস্ত্র ক্যাডারকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এর কারণ আওয়ামী লীগের সমাবেশে যোগদানের জন্য নয়; তাঁদের আনার চেষ্টা হচ্ছে ভয় দেখানোর জন্য, বিএনপির কর্মসূচিকে বানচাল করার জন্য।
মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের ঝড়ের গতিতে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ট্রেন থেকে, বাস থেকে নেতা–কর্মীদের নামিয়ে নেওয়া হচ্ছে। লঞ্চ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গত চার দিনে ১ হাজার ৬৮০ জনের মতো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬৬০ জনকে।
পুলিশের কাছ থেকে বিএনপি নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু হবে। আমরা নেতা-কর্মীদের অনুরোধ করছি, রাতে এখানে না থাকার জন্য। ঢাকায় যে যেখানে থাকছেন, সেখানে ফিরে গিয়ে সকালে আসতে বলেছি।’