রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।
আজ শুক্রবার বিকেলে তাঁকে কেবিনে নেওয়া হয়। বিষয়টি আজ রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবীর জানান, বিএনপির চেয়ারপারসনের অবস্থা স্থিতিশীল।
অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন ঢাকায় আসেন। তাঁরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দেন।
আজ দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার অস্ত্রোপচার নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাঁরা যে কাজের জন্য এসেছিলেন, একটা প্রসিডিউর, সেই প্রসিডিউর তাঁরা অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন।’
nice